বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্যে বিশেষ কর্মসূচি রাজ্য সরকারের

বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের তালিকা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জেলা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

December 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে জলপাইগুড়ি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের বাড়িতে বাড়িতে যাবেন সরকারি কর্মচারীরা। এই ছাত্র ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড, তপসিলি জাতি- উপজাতিদের শংসাপত্র, কৃষক বন্ধু সহ অন্যান্য প্রকল্পের আওতায় আনতে বিডিওদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের তালিকা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জেলা শাসকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সোমবার জেলা শাসকের দপ্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ৬ জন পড়ুয়াকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। জেলায় মোট ৯৬ জনকে হুইল চেয়ার দেওয়া হবে। জেলায় মোট ৩২১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রী রয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ৩২ টি স্কুলে এইসব ছাত্রছাত্রীদের বিশেষ পঠন পাঠনের ব্যবস্থা করা হচ্ছে। ২৮ জন বিশেষ প্রশিক্ষিত শিক্ষকও রয়েছে।

লকডাউনের মাঝেও শিক্ষকরা এইসব পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়িয়েছেন। পড়াশোনার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভাকেও বিকশিত করার চেষ্টা করছে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen