ইডি, সিবিআইয়ের ‘বাড়াবাড়ি’ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে সরকার

আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন।

September 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচারের মতো মামলার তদন্ত করছে ইডি-সিবিআই। একের পর এক ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে বিরোধীরা। যা নিয়ে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাগুলির ‘বাড়াবাড়ি’র বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসক দল।


আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘১৪ সেপ্টেম্বর থেকে বিধানসভা শুরু হচ্ছে। অধিবেশনে তদন্তকারী সংস্থাগুলির বাড়াবাড়ি নিয়ে আমরা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি। এনিয়ে আলোচনা করতে চাই। বিরোধী সরকারকে বিরক্ত করতে ইডি, সিবিআই এমনকি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাই প্রথম প্রস্তাব আনতে চলেছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen