যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে কালোবাজারি করতে না পারে, নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুই দেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বাভাবিক ভাবেই বাজার দর নিয়ে একটা চিন্তা থাকছে আমজনতার

May 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করেছে ভারত। দুই দেশের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে স্বাভাবিক ভাবেই বাজার দর নিয়ে একটা চিন্তা থাকছে আমজনতার। পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে, সেদিকে নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আশঙ্কা, দেশের এই গৌরবের মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী যুদ্ধের জিগির তুলে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্যসামগ্রী প্রভৃতির দাম বাড়িয়ে মোটা মুনাফা লোটার চেষ্টা করতে পারে। তাই তিনি আগেভাগেই এ নিয়ে সতর্ক হয়েছেন। যে কারণে বৃহস্পতিবার একটি বৈঠক ডেকেছিলেন মমতা। সেই বৈঠক থেকেই তিনি স্পষ্ট করে দিলেন যাতে বাংলায় ফসল, আনাজ, মাছ, মাংসের দাম না বাড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen