সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কবে থেকে জেনে নিন
দীর্ঘদিন ধরে যে ধাঁচে উচ্চমাধ্যমিক হয়ে আসছিল, বুধবার ফলাফল প্রকাশের সঙ্গে-সঙ্গে সেটা ‘ইতিহাস’-র জায়গা করে নিয়েছে। আগামী বছর (২০২৬ সাল) থেকে সেমেস্টার-ভিত্তিক উচ্চমাধ্যমিক হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন ধরে যে ধাঁচে উচ্চমাধ্যমিক হয়ে আসছিল, বুধবার ফলাফল প্রকাশের সঙ্গে-সঙ্গে সেটা ‘ইতিহাস’-র জায়গা করে নিয়েছে। আগামী বছর (২০২৬ সাল) থেকে সেমেস্টার-ভিত্তিক উচ্চমাধ্যমিক হবে। যে পড়ুয়ারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে ভরতি হয়েছিলেন, তাঁরাই সেমেস্টার প্রথার আওতায় প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। আর তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
এবছর যারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে, তারা পুরনো পদ্ধতিতে অর্থাৎ যা এতবছর ধরে চলছিল, সেই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন। টেস্টে অনুত্তীর্ণরাও পুরনো পদ্ধতির পরীক্ষাতেই বসতে পারবেন। পাশাপাশি অকৃতকার্যরা নিজেরাই বাছাই করতে পারবেন কোন পদ্ধতিতে পরীক্ষা দেবেন। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। এই পদ্ধতিতে পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আগামী বছর দুই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে, তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২২ সেপ্টেম্বর। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।