দারিদ্র্য মুক্তিতে ডবল ইঞ্জিন রাজ্যদের পিছনে ফেলে এগিয়ে বাংলা

প্রতি বছর নীতি আয়োগ বিভিন্ন রাজ্যের মাল্টিডাইমেনশিয়াল পভার্টি ইনডেক্স প্রকাশ করে।

January 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার প্রতি মোদী সরকারের আর্থিক বঞ্চনা চলছে লাগাতার, এর মধ্যেও দারিদ্র্য দূরীকরণে এগিয়ে বাংলা। খোদ কেন্দ্রের রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, মোদী রাজ্য গুজরাতের মতো ডাবল ইঞ্জিন সরকারের তুলনায় বাংলা এগিয়ে। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, দারিদ্র্য দূরীকরণে অন্য রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে বাংলা। এক বছরেরও বেশি সময় ধরে একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ মোদী সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত বাংলা।

প্রতি বছর নীতি আয়োগ বিভিন্ন রাজ্যের মাল্টিডাইমেনশিয়াল পভার্টি ইনডেক্স প্রকাশ করে। ১২টি মাপকাঠিতে দারিদ্র্যের মাত্রা নির্ধারণ করা হয়। সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে বহুমাত্রিক দারিদ্র্যের গড় ১১.২৮ শতাংশ। বাংলার বহুমাত্রিক দারিদ্র্য সূচক এখন ৮.৬০ শতাংশ। জাতীয় গড়ের তুলনায় অনেকটাই কম। কেন্দ্রের প্রকল্পগুলোর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হলে, বাংলার অবস্থা আরও ভাল হত। অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাওয়া সত্ত্বেও ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলি বাংলার তুলনায় অনেকটাই পিছনে।

মোদী-শাহর রাজ্য গুজরাতে বহুমাত্রিক দারিদ্র্য সূচক ৯.০৩ শতাংশ। উত্তরপ্রদেশে তা ১৫.০১ শতাংশ, মধ্যপ্রদেশে ২০.৬৩ শতাংশ, অসমে ১৪.৪৭ শতাংশ। বিহারে বহুমাত্রিক দারিদ্র্যের সূচক ২৬.৫৯ শতাংশ। রাজস্থান, ছত্তিশগড়, ত্রিপুরা-সহ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বহুমাত্রিক দারিদ্র্য দেশের গড়ের তুলনায় বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen