বাংলায় কুৎসা ছিল না, খেলা, সংস্কৃতির জন্যই পরিচিত এ রাজ্য- সবুজ-মেরুন তাঁবুতে বলেন মমতা

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কুৎসা ছিল না। খেলা, সংস্কৃতির জন্যই পরিচিত এ রাজ্য। সেই ঐতিহ্যকেই ধরে রাখার বার্তা দেন তিনি।

August 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
সবুজ-মেরুন তাঁবুর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি সৌঃ ফেসবুক/মমতা

ঢেলে সাজানো হয়েছে মোহনবাগান ক্লাব (Mohun Bagan) তাঁবু। কনফারেন্স রুম থেকে ক্যান্টিন-সবেতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। বুধবার নতুন করে সেজে ওঠা এই সবুজ-মেরুন তাঁবুরই উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি পরেও এসেছিলেন সবুজ-মেরুন পাড়ের শাড়ি। ঢাক বাজিয়ে তাঁকে ক্লাবে স্বাগত জানানো হয়। তাঁকে ক্লাবের আজীবন সদস্য পদের সম্মান দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কুৎসা ছিল না। খেলা, সংস্কৃতির জন্যই পরিচিত এ রাজ্য। সেই ঐতিহ্যকেই ধরে রাখার বার্তা দেন তিনি।

মোহনবাগান তাঁবুতে তৈরি হচ্ছে হেরিটেজ লন। চার-পাঁচ মাসের মধ্যেই তৈরি হবে স্পোর্টস লাইব্রেরি। এছাড়াও আগামীদের মধ্যে ক্রীড়া সংস্কৃতির বীজ পুঁতে দিতে বিলিয়ার্ড বোর্ড, টেবিল টেনিস বোর্ড ইত্যাদি নানা ক্রীড়া সরঞ্জাম রাখা হচ্ছে। এভাবেই যাতে ক্লাব উন্নতির সিঁড়ি বেয়ে চলতে পারে, তার জন্য রাখী পূর্ণিমার আগে ‘দিদি’ হিসেবে ক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদানও ঘোষণা করলেন তিনি। এদিন একটি ফুটবলেও সই করেন তিনি। যা রাখা হবে ফুটবলের যাদুঘরে।

May be an image of 4 people
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen