বাংলাই বিনিয়োগের সেরা ঠিকানা, রাজ্যের হোটেল ব্যবসায় আসছে বিপুল অঙ্কের লগ্নি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বেঙ্গল গ্লোবাল সামিটে হোটেল ব্যবসায়ী সংস্থাগুলি এই সংক্রান্ত মউ স্বাক্ষর করতে পারে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী কয়েক বছরের মধ্যেই বাংলার হসপিটালিটি ক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, আগামী ২ থেকে ৩ বছরে পশ্চিমবঙ্গে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে হোটেল ব্যবসায়। আগামী কয়েক বছরে রাজ্যজুড়ে ৩২টি বিলাসবহুল হোটেল তৈরি হতে পারে। যার অধিকাংশই পাঁচতারা হোটেল হবে বলেই মনে করা হচ্ছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বেঙ্গল গ্লোবাল সামিটে হোটেল ব্যবসায়ী সংস্থাগুলি এই সংক্রান্ত মউ স্বাক্ষর করতে পারে। সূত্রের খবর, ৪ হাজার ৪০০ কোটি টাকার বিনিয়োগের বিষয় নিশ্চিত হয়ে আছে। ৫ হাজার কোটি ছুতে পারে বিনিয়োগের অঙ্ক। ২০২৬ সালের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে কিছু হোটেল। আরও কিছু হোটেল ২০২৮ সালের মধ্যে তৈরি হয়ে যাবে। অন্তত ১০টি বিলাসবহুল হোটেল তৈরি হতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়িতে।
কলকাতায় বর্তমানে ৩,৫০০টি পাঁচতারা হোটেল রুম আছে। সারা রাজ্যে রয়েছে ৪,৫০০ টি হোটেল। আগামী ২ থেকে ৩ বছরে যদি ৩২টি হোটেল তৈরি হয়, তাহলে রাজ্যজুড়ে পাঁচতারা হোটেল রুমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।