ঘোষিত হল ভারতের টেস্ট দল, বাংলাদেশের বিরুদ্ধে দলে এলেন বাংলার অভিমন্যু

আজ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্যে ঘোষিত হল ভারতীয় দল।

December 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্যে ঘোষিত হল ভারতীয় দল। আঙুলের চোটের কারণে দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টে খেলছেন না রোহিত শর্মা। সাদা জার্সিতে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল।

রোহিতের জায়গায় দলে এসেছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরন। কাঁধের চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। গোড়ালির চোটের কারণে দলে নেই রবীন্দ্র জাডেজাও। তাঁদের জায়গায় খেলতে চলেছেন নবদীপ সাইনি এবং সৌরভ কুমার। জয়দেব উনাদকাটকে সুযোগ দেওয়া হয়েছে।

ভারতের টেস্ট দল-
কে এল রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ(উইকেট রক্ষক), রবিচন্দ্রন আশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমুন্য ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen