স্বাস্থ্যক্ষেত্রে মাইলফলক ছুঁল বাংলা, স্বাস্থ্যইঙ্গিত-এ পরামর্শের সংখ্যা পেরোলো সাত কোটি!

November 17, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: স্বাস্থ্যক্ষেত্রে আরও এক নজির গড়ল বাংলা। সমাজ মাধ্যমে এ খবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যন্ত গ্রামের মানুষকে সুচিকিৎসা দিতে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজে না-গিয়ে গ্রামে বসেই অনলাইন পোর্টালে বিশেষজ্ঞের পরামর্শ পাচ্ছেন রোগীরা। টেলিমেডিসিনের মাধ্যমে এই প্রকল্পে প্রায় সাত কোটি পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন ১১,০০০-র বেশি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং ৬৩টি হাবের মাধ্যমে টেলিকনসালটেশন পান মানুষ। প্রতিদিন নয় হাজারের বেশি চিকিৎসক, আশি হাজারের বেশি রোগীকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন।

প্রতিদিন প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ কলকাতা ও জেলার সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ভিড় জমান। এতে একদিকে যেমন চাপ বাড়ে হাসপাতালগুলিতে, অন্যদিকে গ্রাম থেকে শহরে এসে দুর্ভোগের মুখে পড়তে হয় রোগীদের। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের গ্রামের মানুষের নাগালে আনতে ক২০২১ সালে এই প্রকল্প চালু করে রাজ্য সরকার। টেলি মেডিসিনের অন্তর্ভুক্ত এই প্রকল্পের গোটা কর্মকাণ্ডই নিয়ন্ত্রিত হচ্ছে স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল সার্ভার থেকে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen