চার দিন বন্ধ থাকবে বাংলা-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক, বিকল্প রাস্তা কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:২০: ফের বন্ধ হয়ে গেল বাংলা-সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রবল বৃষ্টি ও ধসে জাতীয় সড়কের একাধিক অংশে বড় ফাটল ও ভাঙন দেখা দেয়। সড়কের নীচের স্তর বসে যাওয়ায় কিছু জায়গায় ‘সিঙ্কহোল’ তৈরি হয়েছে। ফলে ওই পথে গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে পড়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটক ও বাসিন্দাদের জন্য ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রুট ধরে গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। আলগাড়া, গরুবাথান দিয়ে যাতায়াত করতে পারবে সিকিমগামী সমস্ত গাড়ি। পাশাপাশি দার্জিলিং থেকে কালিম্পংয়ের যাতায়াতের পথও খোলা থাকবে বলে জানা গিয়েছে।
পর্যটন সংগঠনগুলির দাবি, অন্তত পাঁচ জায়গায় বড় ধস রয়েছে। দ্রুত মেরামতির দাবি জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা সতর্ক করেছে, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে নামবেন পর্যটন ব্যবসায়ীরা।
পর্যটন মহলের অভিযোগ, পূর্বঘোষণা বা বিকল্প পরিকল্পনা ছাড়াই রাস্তা বন্ধ রাখায় বিপাকে পড়েছেন হাজারো মানুষ। সাধারণত শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে সাড়ে চার ঘণ্টা সময় লাগে, এখন ঘুরপথে যেতে সময় লাগবে ছয় ঘণ্টারও বেশি। এর ফলে তিস্তা বাজার, পেশক রোড অথবা কালীঝোরার পথে ভারী যানবাহনের চলাচলও কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা।
প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা এখনও কাটেনি। বিশেষজ্ঞদের মতে, বারবার অস্থায়ী মেরামতির বদলে স্থায়ী সমাধান না হলে, এই ধরনের রাস্তা বন্ধের ফলে পর্যটন ও পাহাড়ি অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে।