নলবাহিত জলের সংযোগ দেওয়ার নিরিখে দেশের শীর্ষে বাংলা

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ, মার্চের মধ্যে রাজ্যের ১ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সংযোগ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য পূরণেই এখন জোরকদমে কাজ চলছে।

October 2, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

বাড়ি বাড়ি নলবাহিত জলের সংযোগ দেওয়ার সংখ্যায় সেপ্টেম্বরেও দেশের অন্য রাজ্যগুলিতে পেছনে ফেলল পশ্চিমবঙ্গ। গত মাসে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ২,৩৭,৩৬৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে। ঠিক পিছনে রয়েছে বিজেপিশাসিত অসম। তবে সংখ্যার নিরিখে তারা অনেকটাই পিছিয়ে। অনেক পিছনে রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশের মতো অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি। গত দু’মাস ধরেই এই প্রকল্পে শীর্ষস্থানে থাকছে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার সময় গত মে মাসে এই প্রকল্পে রাজ্য ছিল গোটা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে। জুন মাসেও ষষ্ঠ স্থানেই ছিল রাজ্য। জুলাই মাসে একধাপ উঠে পঞ্চম স্থানে ছিল বাংলা। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পে বাড়তি গুরুত্ব আরোপ করে দ্রুত নিজের অবস্থান বদলে ফেলে বাংলা। গত আগস্ট মাসেই দেশের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে যায় তারা। সেই ধারাই অব্যাহত রয়েছে সেপ্টেম্বর মাসে। বাড়ি বাড়ি জলসংযোগ পৌঁছে দেওয়ার মূল প্রকল্পটির নাম ফাংশনাল হাউজহোল্ড ট্যাপ কানেকশন (এফএইচটিসি)। রাজ্য সেটি চলে ‘জলস্বপ্ন’ নামে। দপ্তরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের সংযোগ স্থাপনে রাজ্যে জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেই জেলায় ৪৯,২৫৮টি জলসংযোগ দেওয়া গিয়েছে। শুরুর সময় থেকে এখনও পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩৭ হাজার ৯৭৮টি বাড়িতে জলের সংযোগ দেওয়া গিয়েছে। অর্থাৎ ১৩ শতাংশের বেশি বাড়িতে এখন এই প্রকল্পের অধীনে জলসংযোগ রয়েছে। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ, মার্চের মধ্যে রাজ্যের ১ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সংযোগ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য পূরণেই এখন জোরকদমে কাজ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen