ইউপিএসসির প্রশ্নপত্রে বাংলার সন্ত্রাস, সরব হয়ে কোর্টে গেল তৃণমূল

এই অভিযোগে বাংলার শাসকদল ঘটনার তীব্র নিন্দা করছে।

August 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে জোরদার বিতর্ক দানা বাঁধল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)– এর লিখিত পরীক্ষায় ‘পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস’ প্রসঙ্গে ১০ নম্বরের জন্য উত্তর লিখতে বলা হয়। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সর্বভারতীয় পরীক্ষায় রাজনীতির রং লাগাতে চাইছে কেন্দ্র এবং গোটাটাই রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগে বাংলার শাসকদল ঘটনার তীব্র নিন্দা করছে। বিরোধীরা এই প্রশ্নপত্র অবিলম্বে বাতিলের দাবি তুলেছে। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।

ইউপিএসসি-তে ‘নির্বাচনী সন্ত্রাস’ নিয়ে যে প্রশ্নটি এসেছে সেটির পূর্ণমান দশ। মোট ২০০ শব্দে এই বিষয়ে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের ‘‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, লিখতে বলা হয়েছে এই শিরোনামেও। দিল্লিতে অক্সিজেন সরবরাহের সমস্যা নিয়েও বলা হয়েছে লিখতে। এই পুরো বিতর্ক নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘‘এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের বিষয়ে রাজনীতি টেনে এনে পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে দিচ্ছে বিজেপি।’’

ইউপিএসসি-এর এই প্রশ্নপত্রে নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেছেন, ‘‘এরকম ঘটনা ভারতের ইতিহাসে নজিরবিহীন। এ ভাবে কোনও রাজনীতির প্রশ্ন রাখা যায় না। যেদিন থেকে দিল্লিতে এই সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক প্রতিষ্ঠানকে সংবিধানের আওতার বাইরে গিয়ে ব্যবহার করেছে। এ ক্ষেত্রেও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় পরীক্ষাকে ব্যবহার করা হচ্ছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen