অসমের বিরুদ্ধে ড্র, হাতছাড়া ৪ পয়েন্ট—রঞ্জিতে ধাক্কা খেল বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: এ বারেও হাতছাড়া হল দারুণ সুযোগ। রঞ্জি ট্রফিতে টানা দ্বিতীয় ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলতে পারল না বাংলা। কল্যাণীতে এলিট গ্রুপ সি-র তলানিতে থাকা অসমের বিরুদ্ধেও ড্র করে সন্তুষ্ট থাকতে হল অভিমন্যু ঈশ্বরণদের। যেখানে সম্ভাবনা ছিল ৭ পয়েন্ট ঘরে তোলার, সেখানে শেষে মাত্র ৩ পয়েন্টেই মানিয়ে নিতে হল। মূল দায় তবে বাংলার নিষ্প্রভ বোলিং। বিশেষ করে শেষ দিনে মহম্মদ শামির ধারহীন স্পেল চরম হতাশ করেছে।
শেষ দিনের শুরুতে অসম বাংলার থেকে পিছিয়ে ছিল ১৪৪ রানে। প্রয়োজন ছিল আরও ৭ উইকেটের। কিন্তু তৃতীয় দিনের অপরাজিত জুটি দেনীশ দাস ও সুমিত ঘাদিগাঁওকর দিনের বড় অংশটাই ব্যাটে কাটিয়ে দেন। দেনীশের ৭৩ ও সুমিতের ৬৭ রানের ইনিংস ম্যাচ বের করে নেওয়ার মতো সময় খেয়ে নেয়। পরে শিবশঙ্কর রায় ও নীচের সারির ব্যাটাররাও একই রকম অটল রক্ষণাত্মক ব্যাটিং করে অসমকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেন। আব্দুল আজিজ কুরেশি ২৩ রানে অপরাজিত থাকেন, ১১ নম্বর ব্যাটার মুখতার হুসেন ২৪ বল খেলে সময় নষ্ট করেন। বাংলার পেস আক্রমণ — শামি, সুরজ জয়সওয়াল, কাইফ, পোড়েল — কেউই ব্রেকথ্রু আনতে পারেননি। একমাত্র শাহবাজ আহমেদ ব্যাটে শতরান ও বলে ৪ উইকেট নিয়ে নজর কাড়েন।
শেষ পর্যন্ত অসম যখন ৯ উইকেটে ২৮২ এবং ৪০ রানে এগিয়ে, তখন সময় শেষ হয়ে যায়। তাই ম্যাচ গড়ায় ড্রয়ে। প্রথম ইনিংসে লিড থাকায় বাংলা পায় ৩ পয়েন্ট।
পাঁচ ম্যাচে বাংলার পয়েন্ট এখন ২৩। এখনও গ্রুপে শীর্ষে থাকলেও সামনে অপেক্ষায় গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ— ঘরে সার্ভিসেস, অ্যাওয়েতে হরিয়ানা। এই দু’টি ম্যাচই নির্ধারণ করবে কোয়ার্টার ফাইনালের রাস্তা। অসমকে হারাতে পারলে যা অনেকটাই সহজ হতো, সেই সুযোগ হাতছাড়া করেই ফিরল বাংলা।