মেট্রোর মতোন লোকাল ট্রেনে‌ও চালু হোক অ্যাপ, প্রস্তাব রাজ্যের

সোমবার বৈঠক হচ্ছে নবান্নে। বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ পূর্ব রেলের কর্তারাও।

November 2, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

‘নিউ নর্মাল’-এ লোকাল ট্রেন (Local Train) চালাতে তৎপর রাজ্য। নবান্নের তরফে চিঠিও পাঠানো হয়েছে পূর্ব রেলকে। অন্তত সকাল-বিকেল কয়েক জোড়া ট্রেন চলুক—এমনটাই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে কিছুটা হলেও স্বাভাবিক হবে কলকাতা (Kolkata) ও শহরতলির লাইফ-লাইন পরিবহণ পরিষেবা। কিন্তু কোভিডের (Covid 19) ছোঁয়াচ বাঁচিয়ে কীভাবে চলবে লোকাল? ‘মেট্রো মডেল’? নাকি অন্য কোনও উপায়? পথ খুঁজতে আজ, সোমবার বৈঠক হচ্ছে নবান্নে। বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ পূর্ব রেলের কর্তারাও।

লোকাল চালুর দাবিতে নিত্যদিন ঝামেলা বাড়ছে। যাত্রী বিক্ষোভের মুখে পড়ছে ‘স্পেশাল ট্রেন’ (Special Train)। গতকাল হাওড়াতেও (Howrah) দানা বাধে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে যাত্রীদের লাঠিপেটা করতে হয় আরপিএফকে। তাতে যারপরনাই ক্ষুব্ধ নবান্ন। ট্রেন পরিষেবার সঙ্গে জড়িয়ে বহু মানুষের রুজি-রোজগার। সেই কথা মাথায় রেখে ওই দিনই (শনিবার) পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠান রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। সূত্রের খবর, মেট্রোয় যেমন ই-পাস (E-Pass) চালু হয়েছে, তেমনই লোকাল ট্রেনেও অ্যাপ নির্ভর টিকিট কাটার ব্যবস্থা করে পরিষেবা চালুর পক্ষে নবান্নের শীর্ষ আধিকারিকরা। আজ বিকেলের বৈঠকে উপস্থিত পূর্ব রেলের প্রতিনিধিদের কাছে এই প্রস্তাব পেশ করতে পারেন তাঁরা। এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। মতামত দিতে মেট্রোর অ্যাপ তৈরির দায়িত্বে থাকা সংস্থার প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়েছে।

জানা গিয়েছে, পূর্ব রেলের তরফে অতিরিক্ত জেনারেল ম্যানেজার অনিত দুলতের নেতৃত্বে ট্রেন চালানোর সঙ্গে যুক্ত শীর্ষ কর্তারা নবান্নের বৈঠকে অংশ নেবেন। হাজির থাকবেন স্বরাষ্ট্র সচিব, পরিবহণ সচিব, রাজ্য পুলিসের ডিজি ও কলকাতার পুলিসের আধিকারিকরা। ‘মেট্রো মডেল’-(Metro Model)এর পাশাপাশি, কীভাবে স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে লোকাল ট্রেন চালানো যায়, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সে ক্ষেত্রে মহারাষ্ট্রে পরিষেবা চালুর পদ্ধতি নিয়ে পর্যালোচনা হতে পারে। অর্থাৎ সব স্টেশনে ট্রেন দাঁড়াবে কি না, কোথা থেকে কতদূর পর্যন্ত চলবে, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে খবর। রাজ্য চায়, সর্বস্তরে আলাপ-আলোচনার মাধ্যমে লোকাল পরিষেবা চালু হোক।

ইতিমধ্যেই রাজ্যে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর বক্তব্য, ‘করোনার জেরে সাধারণ মানুষ এখন অসহায়। তাঁদের রুজিরুটি চরম সঙ্কটে। লোকাল বন্ধ থাকায় যাত্রীরা সমস্যায় পড়ছেন। ফলে অবিলম্বে পরিষেবা শুরু করা হোক।’ চিঠিতে বিভিন্ন রাজ্যে লোকাল চলাচলের উদাহরণও তুলে ধরেছেন অধীরবাবু। এখনও পর্যন্ত লোকাল না চালানোর দায় রাজ্যের ঘাড়ে চাপিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘ট্রেন চালানো নিয়ে রেল চিঠি দিলেও নবান্ন এতদিন চুপ ছিল। এখন বিক্ষোভ ছড়িয়ে পড়ায় টনক নড়েছে ।’ দিলীপবাবুও চান লোকাল এবার চালু হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen