ফের নামল বাংলার তাপমাত্রা, ফিরবে শীতের আমেজ!

কলকাতায় ১৫ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির কাছাকাছি নামতে পারে পারদ।

February 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

সকালের দিকে শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। । তবে বিদায় বেলায় আচমকাই ঘুরে দাঁড়াচ্ছে শীত। বৃহস্পতিবার থেকে কয়েকদিনের জন্য নিম্নমুখী থাকবে পারদ। বুধবার বিকেল থেকে পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাওয়ায় উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে । ফলে সপ্তাহান্তে শীতের আমেজ উপভোগ করতে চলেছে রাজ্যেবাসী।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোমবার ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে। কলকাতায় ১৫ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১২ ডিগ্রির কাছাকাছি নামতে পারে পারদ।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে অনেকটাই ফিরবে শীতের আমেজ। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলার রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে। দার্জিলিং এবং কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen