কোভিডকালে পর্যটনে রূপান্তরমূলক অবদান, আবার স্কচ সম্মান পেল বাংলা
সরকারি ক্ষেত্রে ভালো কাজের জন্য স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার।
November 13, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ফের সেরার সেরা বাংলা। সরকারি ক্ষেত্রে ভালো কাজের জন্য স্কচ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার। পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে কোভিড কালে রূপান্তরমূলক অবদানের জন্যে এই সম্মানে ভূষিত করা হয়েছে রাজ্যকে।
খবরটি টুইট করে জানিয়েছে রাজ্য পর্যটন বিভাগ।
বিষয়টিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে অভিনন্দন জানিয়েছেন সরকারি আধিকারিকদের।