অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র, ভর্তি হাসপাতালে
শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেত্রী।
February 9, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেত্রী।
সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তাঁর হাত। চলছে স্যালাইন। সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন, ‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’
সূত্রের খবর, ধুম জ্বরে ভুগছিলেন রুক্মিণী। সে কারণেই চিকিৎসকের পরামর্শে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।