পরিবারের কয়েকজনকে নিয়েই হল শুভশ্রীর সাধের অনুষ্ঠান
এই দিন রীতিমতো ফটোগ্রাফারের ভূমিকা পালন করলেন রাজ চক্রবর্তী। তুললেন শুভশ্রীর বেশ কিছু সুন্দর ছবি।

খুব শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার হয়ে গেল অভিনেত্রীর সাধ অনুষ্ঠান। যদিও সেই সাধ অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের কয়েকজন উপস্থিত ছিলেন। এই দিন রীতিমতো ফটোগ্রাফারের ভূমিকা পালন করলেন রাজ চক্রবর্তী। তুললেন শুভশ্রীর বেশ কিছু সুন্দর ছবি।
এই সাধের অনুষ্ঠান তাঁদের বাড়িতে আয়োজন করেছিলেন শুভশ্রীর বাবা মা। আর সেই অনুষ্ঠানে শুভশ্রীর বাবা মা ছাড়া উপস্থিত ছিলেন কেবল শুভশ্রী ও রাজ। করোনা আবহের জন্য মাত্র এই কজন মিলেই সারলেন অভিনেত্রীর সাধের অনুষ্ঠান।
টাইমস অফ ইন্ডিয়ার কাছে রাজ বলছেন, “শুভশ্রীর বাবা মা ওদের বাড়িতে এই সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওনারা ছাড়া শুধুমাত্র আমি ও শুভশ্রী সেখানে ছিলাম। শুধু পরিবারের মধ্যেই সীমিত ছিল সবটা। আমি ফটোগ্রাফার এর ভূমিকা পালন করছিলাম। এলাহি বাঙালি মেনুর খাওয়া-দাওয়া ছিল। মেনুতে ছিল দু রকমের মাছ, পোস্ত, সুক্তো এবং আরও অনেক কিছু। শুভশ্রী এখন আমিষ খাওয়া শুরু করেছে কারণ চিকিৎসক সন্তানের জন্য তাই করতে বলেছেন।”
শুভশ্রী এদিন একটি হলুদ রঙের শাড়ি পরেছিলেন। তার সঙ্গে কনট্রাস্ট করে গাঢ় সবুজ রঙের ব্লাউজ তাঁর সাজকে পরিপূর্ণতা দিচ্ছিল। রাজ বলছেন, “শুভশ্রী যখন পাঁচ মাসের গর্ভবতী তখন আমার মা ওর জন্য সাধের আয়োজন করেছিল।’
তিনি আরও বলেন, ‘কিন্তু সেই সময় লকডাউন এর জন্য সবকিছু বন্ধ থাকায় আমরা ওকে কিছু উপহার দিতে পারিনি। সেই উপহারটা এখনো বাকি আছে। এখন শুভশ্রী ওর বাবা-মায়ের সঙ্গে রয়েছে। আমিও চাই শুভশ্রীর এই সময়টা ওনারাও উপভোগ করুন।”