Bengali Cinema: এই দুর্গাপুজোয় ৪টি বাংলা ছবির উন্মাদনা তুঙ্গে দর্শকমহলে

প্রত্যেক বছরের মতো এবারের পুজোতেও ৪টি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। এই ৪টি ছবি নিয়ে তুঙ্গে দর্শকদের উন্মাদনা।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বাঙালিদের কাছে দুর্গাপুজো বড় উৎসব। অনেকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখেন, আড্ডা দেন সঙ্গে থাকে ভুরিভোজ। এরপর বাঙালিরা যেটা করে সেটা হল দুর্গাপুজোয় হলমুখী হন সিনেমা দেখতে। প্রত্যেক বছরের মতো এবারের পুজোতেও ৪টি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। এই ৪টি ছবি নিয়ে তুঙ্গে দর্শকদের উন্মাদনা।

দেখে নিন পুজোয় মুক্তি পাবে কোন কোন বাংলা ছবি

১) রঘু ডাকাত:

মেগাস্টার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমাকে বাংলা সিনেমার ম্যাগনাম ওপাস বলা হচ্ছে। রঘু ডাকাত কোনও কল্প কাহিনী নয়, বরং রঘু ডাকাত ছিল বাংলার রবিনহুড। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে গরীব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আটের দশকের প্রেক্ষাপটকে ঘিরে তৈরি চিত্রনাট্য। এই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের পাশাপাশি অভিনয় করছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, সোহিনী সরকার, ওম সাহানি, অনির্বাণ ভট্টাচার্য আ প্রমুখ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন রথিজিৎ ও নীলায়ন।

২) দেবী চৌধুরানী:

বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে আধার করে পরিচালক শুভ্রজিৎ মিত্র বানিয়েছেন দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর ভূমিকায় আছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের ভূমিকায় আছেন বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বহু বছর আগেও সুচিত্রা সেন অভিনীত দেবী চৌধুরানী সিনেমা দর্শকরা দেখেছেন ও প্রশংসা করেছিলেন। একটি বেসরকারি চ্যানেলেও টেলিসিরিয়াল হিসেবে সম্প্রচারিত হয়েছিল দেবী চৌধুরানী। নাম ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনামনি সাহা। দর্শকদের এই মেগা সিরিয়ালটিও খুব পছন্দ করেছিল এবং প্রফুল্ল রূপে সোনামনি সাহাকেও গ্রহণ করেছিল দর্শক। এবার দেখার শ্রাবন্তীকে দর্শক প্রফুল্ল ও দেবী চৌধুরানী রূপে গ্রহণ করে কিনা।

৩) রক্তবীজ ২:

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির উইন্ডোজ প্রোডাকশন হাউজের সিনেমা রক্তবীজ এর সিক্যুয়েল হল রক্তবীজ ২। রক্তবীজ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ফের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি চরিত্রে অভিনয় করছেন। পঙ্কজ সিনহা হয়ে পর্দায় আবারও দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। মিমি ফের থাকছেন সংযুক্তা মিত্র হিসেবে। এ বারের চমক অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গীতে আবারও জুটি বেঁধেছেন বিখ্যাত গায়িকা ইমন ও গায়ক সুরজিৎ। এই সিনেমায় তাঁদের একটি গান যথেষ্ট হিট হয়ে গেছে ইতিমধ্যেই।

৪) যত কাণ্ড কলকাতাতেই:

শোনা যাচ্ছে, অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে ফেলুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। নায়কের চরিত্রের নাম তোপসে। ছবির টিজার চমক দিয়েছে সিনেমাপ্রেমীদের। এই ছবিতেও দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। এবার দেখা যাক কতটা দর্শকদের মন জয় করতে পারে ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পাওয়ার পর।

ভাবছেন কখন সিনেমাগুলি দেখবেন? তাহলে দেরি না করে দুর্গা পুজোয় মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট কেটে ফেলে হলমুখী হয়ে যান ঠাকুর দেখার মাঝে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen