Ukraine: ইউক্রেনে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত বাঙালি শিক্ষাবিদ মৃদুলা ঘোষ
ইউক্রেন দূতাবাসের এক বিবৃতিতে মৃদুলা ঘোষকে কিয়েভ-মোহিলা একাডেমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইস্ট ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চেয়ারপার্সন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৭: কলকাতায় জন্মগ্রহণকারী শিক্ষাবিদ মৃদুলা ঘোষকে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হয়েছে। গত ২৪শে অগাষ্ট, কিয়েভের সেন্ট সোফিয়া স্কয়ারে (St Sophia Square) এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর হাতে অর্ডার অফ মেরিট, থার্ড ক্লাস (Order of Merit, third class) পদক তুলে দেন।
এই সম্মাননা প্রাপ্তিতে মৃদুলা ঘোষ তার ফেসবুক পেজে লিখেছেন, “আজকের দিনে সবচেয়ে অপ্রত্যাশিত এবং বিস্ময়কর ঘটনা ছিল কিয়েভের সোফিয়িভস্কা স্কয়ারে (Sofiyivska Square) আয়োজিত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া এবং স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে এই সম্মাননা পদকটি গ্রহণ করা।”
ইউক্রেন দূতাবাসের এক বিবৃতিতে মৃদুলা ঘোষকে কিয়েভ-মোহিলা একাডেমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইস্ট ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চেয়ারপার্সন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, কলাম লেখক এবং ইউক্রেনের দীর্ঘদিনের বন্ধু হিসেবেও আখ্যায়িত করা হয়।
মৃদুলা ঘোষ ইউক্রেনের জাতীয় কবি তারাস শেভচেঙ্কোর (Taras Shevchenko) কবিতাগুলোর বাংলা অনুবাদ করেছেন, যা সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হয়েছে। ইউক্রেনের আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা জোরদার করতে, দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় অবদান রাখা, মানবতাবাদী কার্যক্রম এবং আন্তর্জাতিকভাবে ইউক্রেনকে প্রচারের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পদক প্রদান করা হয়।