ঘরে ফিরেছেন বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত বাংলার কৃষক

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পর এবার বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত বাংলার কৃষক ঘরে ফিরলেন।

May 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের পর এবার বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত বাংলার কৃষক ঘরে ফিরলেন। দেশে ফিরলেন শীতলকুচির উকিল বর্মন। বুধবার রাত ন’টা নাগাদ শীতলকুচির অমৃত বিএসএফ ক্যাম্পে পৌঁছন উকিল।

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ বাংলাদেশ থেকে উকিল বর্মন বিএসএফ ক্যাম্পে ফিরেছেন। আজ, বৃহস্পতিবার পদ্ধতি মেনে পুলিশের মাধ্যমে তাঁকে বাড়িতে ফেরানো হবে বলে জানা গিয়েছে। উকিলের ফিরে আসার খবরে খুশির আবহ শীতলকুচিতে।

উল্লেখ্য, কোচবিহার জেলার শীতলকুচির বাজারবাড়ির বাসিন্দা উকিল। কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে তাঁর চাষের জমি রয়েছে। ১৬ এপ্রিল দুপুরে সস্ত্রীক তিনি জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন। সেইসময় বিএসএফের সামনে থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ওই দিন ঘটনাস্থলের খানিক দূরে এক বাংলাদেশি পাচারকারীকে গুলি করেছিল বিএসএফ। তার বদলা নিতেই উকিলকে অপহরণ করা হয়।

মারধরের পর অনুপ্রবেশকারী তকমা দিয়ে উকিলকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতিবান্ধা থানার পুলিশ। বিনা অপরাধে তিনি ওপার বাংলার লালমণিরহাট জেলে বন্দি ছিলেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উকিলের মুক্তির দাবিতে সরব হয়েছিলেন। অবশেষে তিনি বাড়ি ফিরতে চলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen