বাংলাদেশে বন্দি বাংলার মেয়ে, জোর করে পাঠানোর ফল ‘অনুপ্রবেশকারী’, কোন পথে সোনালিদের ভবিষ্যৎ?

October 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:২৭:  বাংলাদেশে জেলে বন্দি বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন (Sonali Khatun) ও আরও তিনজনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে চার্জ গঠনের উদ্যোগ নিয়েছে সে দেশের আদালত। আগামী ২৩ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে। ফলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী তাঁদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে।

সোনালি খাতুন কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। গত জুন মাসে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাঁকে ও আরও পাঁচজনকে আটক করে। অভিযোগ, তাঁদের অসম সীমান্ত দিয়ে জোর করে ‘পুশ ব্যাক’করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে তাঁরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলে বন্দি রয়েছেন। এখনও জামিন পাননি কেউ।

কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, এই ছয়জনকে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে ২৫-২৬ অক্টোবরের মধ্যে। এরই মধ্যে বাংলাদেশের আদালতে চার্জ গঠনের শুনানি নির্ধারিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বাংলাদেশের মুখ্য সরকারি আইনজীবী মুহাম্মদ আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, অভিযুক্তরা যদি শুনানির সময় অভিযোগ স্বীকার করেন, তবে তাঁদের দেশে ফেরত পাঠানোর পথ সহজ হতে পারে। তবে এটি একটি নিয়মমাফিক আইনি প্রক্রিয়া বলেই তিনি উল্লেখ করেছেন।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ এবং সোনালিদের পরিবার সক্রিয়ভাবে তাঁদের প্রত্যাবাসনের জন্য উদ্যোগ নিয়েছে। পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ২৩ অক্টোবরের আগেই কেন্দ্রীয় সরকার যেন তাঁদের ফিরিয়ে আনে, সেই প্রত্যাশা রয়েছে।

বাংলাদেশ হাই কোর্টও (Bangladesh Court) ভারতীয় হাইকমিশনকে সোনালিদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এখন নজর ২৩ অক্টোবরের শুনানির দিকে- সেই দিনই নির্ধারিত হতে পারে সোনালিদের ভবিষ্যৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen