ফের শুটিং বিশ্বকাপে পদকজয় বঙ্গতনয়া মেহুলির, রুপো জিতল ভারত

গতকাল সোনা জেতার পরেই মেহুলি জানিয়েছিলেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্যই প্রস্তুতি নিচ্ছেন।

July 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের শুটিং বিশ্বকাপ পদকপ্রাপ্তি হল ভারতের। বুধবার সোনা জয়ের পর বৃহস্পতিবার রুপো জিতলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতল তিন সদস্যের ভারতীয় দল। এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে বুধবার সোনা জিতেছিলেন বৈদ্যবাটির মেয়ে।

এরপরেই মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ভারতীয় দল। বৃহস্পতিবার ভারতের সোনা জয়ের স্বপ্ন ভেঙে যায়। তবে দুরন্ত পারফর্ম করে রুপো জেতেন রমিতা রমিতা, এলাভেনিল ভালারিভান এবং মেহুলি ঘোষ।

উল্লেখ্য, গতকাল সোনা জেতার পরেই মেহুলি জানিয়েছিলেন, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্যই প্রস্তুতি নিচ্ছেন। তবে বিশ্বকাপের মঞ্চে সোনা জিতে উচ্ছ্বসিত তিনি। “এই মুহূর্তটার জন্য বহুদিন অপেক্ষা করেছি, অনেক পরিশ্রম, লড়াইয়ের মধ্যে দিয়ে অবশেষে তা পূরণ করতে পারলাম”, জানিয়েছেন বঙ্গতনয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen