AFC Women’s Asian Cup 2026: বাংলার মেয়ে সঙ্গীতার জোড়া গোলে ইতিহাস গড়ে এশিয়ান কাপে ভারত

খাদ্যের গন্ধ পাওয়া সিংহীর মতো তেকাঠির সামনে থেকে বলটা থাইল্যান্ডের জালে জড়িয়ে দেন।

July 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাংলার মেয়ে সঙ্গীতার জোড়া গোলে ইতিহাস গড়ে এশিয়ান কাপে ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৩: যে স্বপ্ন দেখাতে পারেননি ছেলেরা, সেই স্বপ্নকে সত্যি করে দেখালেন ‘নীল বাঘিনী’রা। থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে নিলেন ব্লু টাইগ্রেসরা।

বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে অস্ট্রেলিয়ার টিকিট ‘কনফার্ম’ করে ফেলেল টিম ইন্ডিয়া। আর যে থাইল্যান্ডকে হারিয়েছেন সঙ্গীতারা, সেই দেশ ফিফা র্যাাঙ্কিংয়ে ৪৬ নম্বরে আছে। আর ভারত আছে ৭০ নম্বরে। ২৪ ধাপ এগিয়ে থাকা টিমকে হারিয়ে দিল ভারত।

নিবার ২৯ মিনিটে দুর্দান্ত গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। মাঝমাঠের কাছ থেকে ছুটে এসে পেনাল্টি বক্সের ঠিক মাথা থেকে দুরন্ত হাফ-ভলি মারেন। বলটা তাঁর সামনে দু’বার বাউন্স খায়। তারপর হাফ-ভলি মারেন। আর বলটা দ্বিতীয় পোস্টের জালে জড়িয়ে যায়। একেবারে নিখুঁত ফিনিশিং ছিল। সেই গোলের সুবাদেই ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ভারতীয় দল।

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দু’মিনিটের মধ্যে গোল হজম করে ভারত। সেই পরিস্থিতিতে ২০২৬ সালে মহিলাদের এএফসি এশিয়ান কাপ খেলার জন্য মরিয়াভাবে গোলের খোঁজ করতে থাকে টিম ইন্ডিয়া। আর ৭৪ মিনিটে গোলের দরজা খুলে ফেলেন সেই সঙ্গীতাই। খাদ্যের গন্ধ পাওয়া সিংহীর মতো তেকাঠির সামনে থেকে বলটা থাইল্যান্ডের জালে জড়িয়ে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen