যোগীরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, রেললাইনে পড়ে রইল দেহ
October 26, 2025
|
< 1 min read
Published by: Ritam

বিজেপি শাসিত একের পর এক ডবল ইঞ্জিন রাজ্যে হিংসার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। কোথাও মারধর, কোথাও খুনের মতো ঘটনা ঘটছে। বাংলা বলার অপরাধে আক্রমণের শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের। এবার উত্তরপ্রদেশের কানপুরে বাংলার শ্রমিক খুন হলেন।
জানা যাচ্ছে, মৃত শ্রমিকের নাম গোপাল হেমব্রম। তিনি বীরভূমের (Birbhum) কসবা থানা এলাকার বাসিন্দা। ২২ অক্টোবর উত্তরপ্রদেশে কাজের জন্য যান তিনি। কয়েকদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পরিবার। এবার দেহ উদ্ধার হওয়ায় কার্যত দিশাহারা পরিবার। ইতিমধ্যেই পরিবারের চার সদস্যকে উত্তরপ্রদেশের কানপুরে গিয়েছে। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।