KIFF-এ বাংলা প্যানোরমা বিভাগে থাকছে কোন কোন ছবি? দেখে নিন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম বর্ষে অর্থাৎ এবারে বাংলা প্যানোরমা বিভাগে সাতটি ছবি দেখানো হবে

December 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম বর্ষে অর্থাৎ এবারে বাংলা প্যানোরমা বিভাগে সাতটি ছবি দেখানো হবে। প্যানোরমা বিভাগে থাকছে সুমন্ত্র রায় পরিচালিত ঘাস জমি, অরুণাভ খাসনবিশ পরিচালিত নীতিশাস্ত্র, পরিচালক পলাশ দে-র ছবি তরঙ্গ, তথাগত ভট্টাচার্যর আকরিক, রাতুল মুখোপাধ্যায়ের ইকির মিকির, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচলিত ছবি উত্তরণ এবং অরিত্র সেনের শহরের উষ্ণতম দিন।

এছাড়াও বাংলা ভাষার ছবির মধ্যে গৌতম ঘোষের মুজিব ইন ক্যালকাটা, সুমন মুখোপাধ্যায়ের নজরবন্দ, ছবি দুটির স্পেশাল স্ক্রিনিং করা হবে। সেই সঙ্গে রহমান সুমনের হাওয়া, মানো খালিল পরিচালিত নেবারস, সুব্রত সেন পরিচালিত প্রজাপতিও দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen