BJP শাসিত মধ্যপ্রদেশে বজরং দলের হেনস্থার শিকার বাংলার মৃৎশিল্পীরা

একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় ভাষায় কথা বলার অপরাধে হেনস্তা করা হচ্ছে পশ্চিমবাংলার বাসিন্দাদের।

July 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৩: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় ভাষায় কথা বলার অপরাধে হেনস্তা করা হচ্ছে পশ্চিমবাংলার বাসিন্দাদের। বাংলাদেশি সন্দেহে তাদের আটক করাও হচ্ছে।
যার বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্তার অভিযোগ ঘিরে নানা মহলে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে BJP শাসিত মধ্যপ্রদেশে বজরং দলের হেনস্থার শিকার হলেন বাংলার মৃৎশিল্পীরা।

অভিযোগ, ডাবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরে বাঙালি মৃৎশিল্পীদের উপর চড়াও হয়েছিল গেরুয়া বাহিনী। গণেশ মূর্তি বিকৃতির অভিযোগে শিল্পীদের মুখে কালি লেপে হেনস্তা করার অভিযোগ উঠছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ইন্দোরের খাজরানা এলাকায় দীর্ঘদিন ধরেই বেশ কয়েকজন বাঙালি মৃৎশিল্পী বাস করেন। আসন্ন গণেশ পুজোর জন্য মূর্তি তৈরির বরাত পেয়েছিলেন শিল্পীরা। একটি গণেশ মূর্তি তৈরি করে বজরং শিবিরের নিশানায় পড়েন তাঁরা। জানা গিয়েছে, ওই মূর্তি কিছুটা ব্যতিক্রমী, গণেশ কোলে ছিল এক নারী। তাই গণেশ মূর্তিতে বিকৃতির অভিযোগ তোলে বজরং দল। বিগত রবিবার হঠাৎ করেই খাজরানার পটুয়াপাড়ায় এসে চড়াও হয় গেরুয়া সংগঠনের লোকজন। তিন বাঙালি মৃৎশিল্পীর উপর হম্বিতম্বি শুরু করে। মৃৎশিল্পীরা জানান, পুজো কমিটির নির্দেশ মতোই তাঁরা ওই মূর্তি গড়েছেন। কিন্তু এতেও রোষ কমেনি। ওই শিল্পীদের মুখে কালি লেপে দেয় তারা। শুধু তাই নয়, ওই শিল্পীদের নিয়ে থানায় হাজির হয় বজরং দল। তিন মৃৎশিল্পীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের করেন তারা। হেনস্তাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen