গোমাংস খাওয়ার সন্দেহে BJP শাসিত হরিয়ানায় পিটিয়ে খুন বাংলার যুবক

নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা, গোমাংস খাওয়ার সন্দেহে বিজেপিশাসিত হরিয়ানায় পিটিয়ে খুন করা হল বাংলার শ্রমিককে।

September 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা, গোমাংস খাওয়ার সন্দেহে বিজেপিশাসিত হরিয়ানায় পিটিয়ে খুন করা হল বাংলার শ্রমিককে। হরিয়ানার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিজনেরা। খালের পাশ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের সঙ্গী সুজাউদ্দিন সর্দার মৃত্যুর খবর দেন। তিনি জানিয়েছেন, গোমাংস খাওয়ার অভিযোগ এনে সাবিরকে পিটিয়ে মারা হয়েছে।

তিনি আরও জানান, গোরক্ষা কমিটির লোকজন মঙ্গলবার সাবিরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে মারে।

মৃতের নাম সাবির মল্লিক, বয়স ২৩ বছর। দীর্ঘদিন ধরে হরিয়ানায় কাগজ কুড়ানির কাজ করতেন সাবির। থানা এলাকায় থাকতেন বলে জানা যাচ্ছে, সেখানেই সাবিরকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

সুজাউদ্দিন সর্দার জানিয়েছেন, তাঁরা যেখানে থাকতেন, সেখানে গোমাংস খাওয়া বারণ ছিল। তাই কেউই খেতেন না। তাঁর অভিযোগ, অসমের কিছু শ্রমিক থাকে। ওরা গোমাংস খায়। তারাই সাবিরকে ফাঁসিয়েছে। বিষয়টি নিয়ে হরিয়ানা পুলিশের কোনও পদক্ষেপের কথা জানা যায়নি। এমনকী ময়নাতদন্তের রিপোর্টও মেলেনি। বাংলার পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen