বাঙালিদের অপমান! মেঘালয় ভবনের সামনে বিক্ষোভে জাতীয় বাংলা সম্মেলন
মেঘালয়ের স্বরাষ্ট্র সচিব পি জাইরওয়া জানান, ইচ্ছামতী-ভোলাগঞ্জে বাঙালি তথা অ-ভূমিপুত্রদের উপর নির্যাতন, হেনস্থা চলছে অভিযোগ পেয়ে রাজ্য সরকার তদন্ত চালিয়েছে।

মেঘালয়ে বাঙালিদের প্রতি চলা অন্যায় এবং সব বাঙালিকে “বাংলাদেশি” বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে কলকাতার মেঘালয়ের ভবনের সামনে বিক্ষোভ দেখায় জাতীয় বাংলা সম্মেলন(JBS)।
খাসি ছাত্র সংগঠনের দাবি, মেঘালয়ে (Meghalaya) বসবাসকারী অনেক বাঙালিই অবিভক্ত ভারতে বাংলাদেশের (Bangladesh) অংশ থেকে এসেছিলেন। তাই এখানকার কোনও বাঙালিই যে ভূমিপুত্র নন,তা মিথ্যা অভিযোগ নয়।
ইচ্চামতিতে সংঘর্ষ এবং খাসি ছাত্র সংগঠনের এক সদস্যের মৃত্যুর ঘটনার পর রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে যে ভাবে বাইরের কিছু রাজনৈতিক দল-সংগঠন অহেতুক উত্তেজনা সৃষ্টি করছে তা মোটেও কাঙ্খিত নয়।
মেঘালয়ের স্বরাষ্ট্র সচিব পি জাইরওয়া জানান, ইচ্ছামতী-ভোলাগঞ্জে বাঙালি তথা অ-ভূমিপুত্রদের উপর নির্যাতন, হেনস্থা চলছে অভিযোগ পেয়ে রাজ্য সরকার তদন্ত চালিয়েছে।
অবশ্য অসম কংগ্রেস (Congress) মেঘালয়ে বাঙালিদের ওপর অত্যাচার চালানোর বিষয়টি নিয়ে আসন্ন ভোটের আগে সরব হয়েছে। তেমনই সরব হয়েছে বরাক এবং পশ্চিমবঙ্গের কয়েকটি বাংলাবাদী সংগঠন এবং রাজনৈতিক দল।