চলতি বছর বাংলার করোনার প্রথম বলি, প্রয়াত ৪৩ বছর বয়সী মহিলা

June 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪০: দেশজুড়ে বাড়ছে করোনা। বাংলাতেও ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনা। করোনা আক্রান্ত হয়ে বাংলায় প্রাণ গেল মহিলার। চলতি বছরে এই প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটল বাংলায়। ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছে গিয়েছে। বাংলায় আক্রান্তের সংখ্যা প্রায় চারশো ছুঁই ছুঁই।

কলকাতা নিবাসী ৪৩ বছর বয়সী মহিলা করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। প্রবল শ্বাসকষ্ট থাকায় তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ভেন্টিলেশনে ছিলেন তিনি। তারপর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছন, মহিলার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল পাশাপাশি কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস মারণ ক্ষমতা হারিয়েছে। সাবধানতা অবলম্বন করলেই রোগের সঙ্গে লড়াই করা যাবে। সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen