স্টার জলসায় ফিরলেন মহাপ্রভু

গত ১৮ই মে থেকে স্টার জলসায় আবার সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মহাপ্রভু’। ৯০য়ের দশকের এই ধারাবাহিকের মাধ্যমেই যীশু সেনগুপ্তর অভিনয় জগতে পদার্পণ।

May 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ১৮ই মে থেকে স্টার জলসায় আবার সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মহাপ্রভু’। ৯০য়ের দশকের এই ধারাবাহিকের মাধ্যমেই যীশু সেনগুপ্তর অভিনয় জগতে পদার্পণ। 

যীশু বরাবরই ক্রিকেটার হতে চেয়েছিলেন। অভিনয় জগতে আসার কোন ইচ্ছেই ছিল না তাঁর। হঠাতই তাঁর বাবা-মার কাছে ছেলেকে অডিশনে পাঠানোর প্রস্তাব আসে।

স্টার জলসায় ফিরলেন মহাপ্রভু

যীশু আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন তাঁর বাংলা উচ্চারণই ঠিকঠাক না এত সংস্কৃত শ্লোক কি করে বলবেন! অডিশনে বেমালুম ভুলে গেলেন সব। বাড়ি এসে বলেছিলেন এসব তাঁর দ্বারা হবে না। ঠিক বারো দিন পর বাড়িতে ফোন। বাকিটা সবার জানা।

আবার ফিরেছে সেই মহাপ্রভু। বিদ্যা বালানও দেখতে চান যীশুর প্রথম এই কাজ। যীশুর ইন্সটালাইভে মনের এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen