জাতীয় গেমসে দলগত টেবল টেনিসে সোনা জিতল বাংলার পুরুষ ও মহিলাদের দল

দ্বিতীয় ম্যাচে ঐহিকা মুখোপাধ্যায় দিয়া চিতালের কাছে হেরে যান ১২-১০, ১১-৬, ১১-৫ গেমে।

February 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার জাতীয় গেমসে দলগত টেবল টেনিস ইভেন্টে সোনা জিতল বাংলার পুরুষ ও মহিলাদের দল। মেয়েরা এবং ছেলেরা দুই দলই ফাইনালে হারাল মহারাষ্ট্রকে। মেয়েদের দলে ছিলেন ঐহিকা মুখোপাধ্যায়, সুতীর্থা মুখোপাধ্যায়রা, আর ছেলেদের দলে অনির্বাণ ঘোষ, সৌরভ সাহারা।

প্রথম ফাইনালে ‘বেস্ট অফ থ্রি’ ফরম্যাটে, (যে দল আগে তিনটি ম্যাচ জিতবে সেই দল সোনা জিতবে) মহিলাদের প্রথম ম্যাচ ছিল সুতীর্থা মুখোপাধ্যায় ও স্বস্তিকা ঘোষের মধ্যে। সুতীর্থা জেতেন ১১-৮, ৮-১১, ১৪-১২, ২-১১, ১১-৫ গেমে।

দ্বিতীয় ম্যাচে ঐহিকা মুখোপাধ্যায় দিয়া চিতালের কাছে হেরে যান ১২-১০, ১১-৬, ১১-৫ গেমে। তৃতীয় ম্যাচে আবার পয়মন্তী বৈশ্য তানিশা কোটেজাকে ১১-৮, ১১-৭, ৬-১১, ১১-৬গেমে হারিয়ে বাংলাকে এগিয়ে দেন।

চতুর্থ ম্যাচে ঐহিকা প্রতিপক্ষ স্বস্তিকাকে ১১-৮, ১১-৬, ১৩-১১ গেমে হারানোর পর ৩-১ ব্যবধানে ফাইনাল জিতে সোনা জয় করে বাংলার মহিলা দল।

পুরুষদের দলের প্রথম ম্যাচে মহারাষ্ট্রের যশ মোদীকে ১১-৭, ১০-১২, ৬-১১, ১১-৮, ১১-৪ গেমে হারান অনির্বাণ। দ্বিতীয় ম্যাচে আকাশ পাল। মহারাষ্ট্রের রেগান আলবাকার্ককে হারিয়ে দেন ১১-৫, ১১-৮, ১২-১০ গেমে। তৃতীয় সৌরভ সাহা ১১-৭, ১১-৮, ৮-১১, ১১-৬ গেমে হারান চিন্ময় সৌম্যকে। আরও একটি সোনা আসে বাংলার ঝুলিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen