উত্তরপ্রদেশের মেলায় বাংলার দাপট, হিন্দিবলয়ে দেদার বিকোচ্ছে বাংলার পটচিত্র

আগামী ৫ মার্চ পর্যন্ত মেলা চলছে। বিভিন্ন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ৩০০ জনেরও বেশি মহিলা নিজেদের শিল্প সামগ্রী নিয়ে ওই মেলায় সামিল হয়েছেন।

March 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশের মেলায় মুড়িমুড়কির মতো বিক্রি হচ্ছে বাংলার পটচিত্র। পশ্চিম মেদিনীপুরের মৌসুমী ও সবেরা চিত্রকররা ক্রেতাদের এহেন সাড়ায় অত্যন্ত খুশি। হিন্দিভাষীদের মধ্যে এ রাজ্যের পটচিত্রের চাহিদা তুঙ্গে। গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশের নয়ডায় সরস আজীবিকা মেলা শুরু হয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত মেলা চলছে। বিভিন্ন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর ৩০০ জনেরও বেশি মহিলা নিজেদের শিল্প সামগ্রী নিয়ে ওই মেলায় সামিল হয়েছেন।

বাংলা থেকে ওই মেলায় পট শিল্প নিয়ে হাজির হওয়া মহিলারা বলছেন, বাংলার পটচিত্র সংগ্রহ করতে অনেকেই উৎসাহ দেখাচ্ছেন। সেগুলি কিনছেন। বিক্রেতারা বলছেন, মেলার প্রথম তিনদিনে তাঁরা প্রায় ২০ হাজার টাকার জিনিস বিক্রি করেছেন। এর মধ্যে পটচিত্রই সর্বাধিক বিক্রি হয়েছে। বড় বড় পটচিত্রগুলি আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোটগুলি মিলছে ৬০০ থেকে ৮০০ টাকায়। পটচিত্রগুলির মধ্যে সামাজিক, পৌরাণিক, আদিবাসী জীবনের মতো একাধিক বিষয় উঠে এসেছে। আদপে উঠে এসেছে এক টুকরো বাংলা। মাছের বিয়ে, মা দুর্গার কাহিনী, মান-অভিমানের পর রাধা-কৃষ্ণের মিলনের গল্প, রামায়ণ, মহাভারত, আদিবাসী নাচ ইত্যাদি তুলে ধরা হচ্ছে। হিন্দিভাষী ক্রেতারা আবার পটচিত্রের গানও শুনতে চাইছেন। পটচিত্রর পাশাপাশি সরা, চায়ের কাপ, বাংলার হাতপাখার মতো সামগ্রীও মেলা নিয়ে গিয়েছেন তাঁরা। অস্থায়ী দোকানে বসেই তুলির টানে সম্ভার সাজিয়ে তুলছেন মৌসুমী এবং সবেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen