ঋণ পরিষোধের ক্ষেত্রে দেশের মধ্যে সেরা বাংলার স্বনির্ভর গোষ্ঠী

পঞ্চায়েত মন্ত্রী জানান, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য।

December 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস মেলার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, শিল্পমন্ত্রী শশী পাঁজা, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদ্বী, পঞ্চায়েত সচিব পি উলগনাথন প্রমুখ।

এই অনুষ্ঠানেই পরিসংখ্যান সহযোগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির সাফল্যের কথা তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। বাংলায় বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা হল ১২ লক্ষেরও বেশি। যা দেশের মধ্যে সর্বাধিক। এঁদের মধ্যে প্রায় ১১ লক্ষ গোষ্ঠীকে চলতি অর্থবর্ষে ঋণের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান সুনিশ্চিত করছে রাজ্য সরকার। যার মধ্যে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা ছাড়া হয়ে গিয়েছে। এর থেকেও বড় বিষয় হল, ঋণ নিয়ে তা পরিশোধ করার ক্ষেত্রেও দেশের সেরা বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। কারণ গত বেশ কিছু বছরের হিসাব অনুযায়ী, ৯৯ শতাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। ঋণ অনাদায়ও কম। এই ক্ষেত্রে এনপিএ’র অঙ্ক মাত্র ১.৪১ শতাংশ। যা দেশের সমস্ত রাজ্যের তুলনায় সর্বনিম্ন।

পঞ্চায়েত মন্ত্রী জানান, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। এদিন স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামের মাধ্যমে শ্রেষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি কাজের সুযোগ তৈরি করে দিতে ১০ কোটি টাকা মূল্যের একটি বিশেষ প্রকল্পেরও সূচনা হয়। প্রসঙ্গত গত অর্থবর্ষের তুলনায় রাজ্যের গোষ্ঠীগুলির ব্যবসা বেড়েছে প্রায় ৫০০ কোটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen