হাম ও রুবেলা টিকাকরণে অভূতপূর্ব সাফল্য বাংলার
এ রাজ্যের টিকাকরণের হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি, পাশাপাশি টিকাকরণ হয়েছে দ্রুতও।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিশুদের মধ্যে হাম ও রুবেলা রুখতে, টিকাকরণ শুরু হয়েছিল বাংলায়। টিকাকরণে সাফল্য এসেছে। মুখ্যমন্ত্রী নিজে টুইট করে জানালেন, ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত, তিনমাসে বাংলায় প্রায় ৯৩ শতাংশ শিশুর হাম ও রুবেলার টিকাকরণ সম্পন্ন হয়েছে। এ রাজ্যের টিকাকরণের হার অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি, পাশাপাশি টিকাকরণ হয়েছে দ্রুতও। এহেন সাফল্যের কৃতিত্ব বাংলার স্বাস্থ্যকর্মীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত ৯ জানুয়ারি ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি শুরু হয়েছিল বাংলায়। জেলায় জেলায় স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্কুলে আয়োজিত হয়েছিল টিকাকরণ শিবির।বেশকিছু বেসরকারি স্কুলেও হাম ও রুবেলার টিকাকরণের শিবিরের আয়োজন করা হয়েছিল। স্কুলে ভর্তি হয়নি এমন শিশু এবং স্কুল ছুটদেরও টিকা দেওয়া হয়েছিল। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ২ কোটি ২৩ লক্ষের টিকাকরণ হয়েছে। যা রাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ এবং এই সংখ্যা বাংলার লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ। রাজ্যের মোট শিশুর ৯৩ শতাংশেরই টিকাকরণ সম্পন্ন হয়েছে। বাংলায় ১০ দিনে ১ কোটি, ৩০ দিনে ২ কোটি এবং মোট টিকাকরণের ৯৫ শতাংশ ৪০ দিনেই সম্পূর্ন হয়ে গিয়েছিল। এই সংক্রান্ত একটি রিপোর্ট আগামীকাল অর্থাৎ বুধবার দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে পেশ করা হবে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের বিশেষজ্ঞরাও হাজির থাকবেন।