বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় দায়ী কোহলিদের আরসিবি-ই!
আইপিএল জয়ের উল্লাসের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জন্য আরসিবিকেই দায়ী করা হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৬: প্রথম বারের মতো এই বছর আইপিএলের খেতাব নিজেদের ঘরে তোলে আরসিবি। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পরে এই ট্রফির সাধ পায় বিরাটদের দল। আরসিবির এই জয়ের খুশিতে মেতে উঠে ছিল সকল আরসিবি ভক্তরা। তবে সেই জয়ের অনুষ্ঠান বদলে গিয়েছিল মৃত্যু মিছিলে। এই কাপ জয়ের পরের দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সেই ট্রফি জয়ের অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানি ডেকে এনেছিল বড়ো বিপদ। আইপিএল জয়ের উল্লাসের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জন্য আরসিবিকেই দায়ী করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল(ক্যাট) প্রাথমিক রিপোর্টে দিয়ে সেই কথাই জানিয়েছে।
ক্যাট অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রিপোর্টে বলা হয়েছে,প্রাথমিক অনুসন্ধান করে দেখা গিয়েছে, চার থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতে জন্য পুরো দায় আরসিবির। তাঁরা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে হঠাৎ করে সমাজ মাধ্যমে এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল । তার ফলে এত ভিড় হয়েছিল।
রিপোর্টে আরো বলা হয়েছে যে, হঠাৎ করে এত কম সময়ের মধ্যে কোনও অনুমতি ছাড়া এত বড়ো জমায়েত সৃষ্টি করেছে আরসিবি। মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশের পক্ষে এত সব বন্দোবস্ত করা কোনও ভাবেই সম্ভব ছিল না। পুলি কর্মীরাও তো মানুষ। জাদুকর নন। যে আলাদিনের মতো প্রদীপ ঘষে কারও মনোকামনা পূর্ণ করে দেবে। পুলিশের কাছে নিরাপত্তা দেওয়ার মতো সময়টুকু ছিল না। এই রিপোর্টের এর ফলে এবার আরও বিপদে আইপিএলের এই জনপ্রিয় দল।