খুনের ৭৪ দিনের মাথায় সুতপা হত্যাকাণ্ডে চার্জশিট তদন্তকারীদের
তদন্তকারী দল ১৪ জুলাই বহরমপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় চার্জশিটে সুশান্ত ছাড়া আর কাউকেই অভিযুক্ত করা হয়নি।

শুক্রবার ১৫ জুলাই বহরমপুরের ছাত্রী সুতপার খুনের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। তদন্ত শুরু হওয়ায় ৯০ দিনের মধ্যেই চার্জশিট জমা দিতে হয় পুলিশকে, সুতপা খুনের ঘটনার ৭৪ দিনের মাথায় চার্জশিট জমা পড়ল।
প্রসঙ্গত, গত ২ মে সন্ধ্যায় বহরমপুরের শহিদ সূর্যসেন রোডের এক লেডিজ মেসের সামনে বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সুতপাকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। এখন জেল হেফাজতেই রয়েছে সুশান্ত।
তদন্তকারী দল ১৪ জুলাই বহরমপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে ৩৮৩ পাতার চার্জশিট জমা দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় চার্জশিটে সুশান্ত ছাড়া আর কাউকেই অভিযুক্ত করা হয়নি।