ফিরে দেখা ২০২০ – যে গানগুলি লকডাউনকে সহনীয় করে তুলেছে

লকডাউনে ঘরে বসে সময় কাটানোর ভরসা ছিল হয় গান শোনা বা সিনেমা দেখা

December 29, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সারা বছরটিই প্রায় কেটে গেল বাড়িতে বসে। ঘরে বসে সময় কাটানোর ভরসা ছিল হয় গান শোনা বা সিনেমা দেখা। বছর শেষে ফিরে দেখা যাক এবছর কোন কোন বাংলা গান দর্শকের মন জয় করলঃ

টুম্পা সোনা 

টুম্পা সোনা- এই দুটি শব্দ বললেই বাঙালিরা এখন এক কথায় সবটা বুঝে যাচ্ছেন৷ বিভিন্ন সময়ে বাঙালি কালচারের সিগনেচার টিউন হয়ে ওঠে নানা গান৷ এরকমই ২০২০-তে বাঙালি বুঁদ হয়েছে টুম্পা সোনায়৷ 

সায়ন, সুমনা, দীপ্তাংশু -র একটি গান যা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে৷ অক্টোবর মাসে ভাসান গীতি হিসেবে রিলিজ হওয়ার পর বাংলায় ভাইরাল গানের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ৷ অরিজিনাল ভিডিওটির ভিউ প্রায় ৪ কোটি-র কাছাকাছি৷ এই অবস্থায় কার্যত ঘরে ঘরে পৌঁছে গেছে এই গান৷ 

আবার ফিরে এলে

অনুপম রায়ের কথা ও সুরে অরিজিৎ সিং- এর গাওয়া দ্বিতীয় পুরুষের এই গানটি বছরের শুরুতেই দর্শকের মন কেড়েছিল।

আমি রাধার কলঙ্ক যে চাই

বছরের শুরুতে ইমন চক্রবর্তীর অসুর সিনেমার জন্যে গাওয়া এই গানটিও বাঙালির মনে বড় জায়গা করে নিয়েছিল।

রাধা তুমি সবেতেই আছ

রাহুল দত্তের মিউজিক ভিডিওতে গাওয়া এই গানটি এ বছর বেশ জনপ্রিয়তা পায়।

তোমাকে ভালোবেসে

হইচই- এর সিরিজ তানসেনের তানপুরায় গাওয়া পিউ মুখোপাধ্যায় এবং জীমূত রায়ের গাওয়া এই গানটি এবছরের হিট গানের তালিকায় অবশ্যই আছে। গানটি লিখেছেন শ্রীজাত এবং সুর করেছেন জয় সরকার।

এই বাংলা আমার হাসবে আবার

লকডাউনে বাঙালির মনের জোর বাড়াতে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনব প্রয়াস। এই গানটিই সেই সময় হয়ে উঠেছিল বাঙালির ভরসা। রাজ চক্রবর্তীর প্রোডাকশনের জন্যে গানটি গেয়েছিলেন শাসওয়ান্ত সিং এবং নিকিতা গান্ধী।

আমার হাত বাঁধিবি

শাহানা বাজপেয়ীর গাওয়া এই লোকগীতিটি ৪ বছর পুরনো হলেও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক প্রথমা কাদম্বিনীতে ব্যবহার করার জন্যে এই গান আবার এবছর জনপ্রিয় হয়।

কেন রোদের মতো হাসলে না

রনজয় ভট্টাচার্য্যের এই গানটি আবার ঋষি পান্ডার গলায় নতুন করে জনপ্রিয় হয়। দর্শক এই গায়কের গাওয়া গানটিকেই বেশি পছন্দ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen