‘জীবনের সেরা অধ্যায়…’, অবশেষে সন্তান আগমনের সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪২: বহুদিন ধরে চলা জল্পনাতেই পড়ল সিলমোহর। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। বাবা হচ্ছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন ক্যাটরিনা। অক্টোবর বা নভেম্বরের মধ্যেই তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
ক্যাটরিনা লিখেছেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’ সঙ্গে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে সাদা পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে, পাশে ভিকি কৌশল, যিনি আলতো করে স্ত্রী ক্যাটরিনার স্ফীতোদর আগলে রয়েছেন।
View this post on Instagram
শোনা যাচ্ছে, অক্টোবর মাসেই সন্তানের জন্ম দেবেন তিনি। প্রায় দু’বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। মাঝে সাঝে দেখা মিলেছে কেবল বিশেষ কিছু অনুষ্ঠান কিংবা তীর্থযাত্রায়। বিয়ের পর থেকেই বারবার তাঁর মা হওয়ার জল্পনা সামনে এসেছে। সম্প্রতি মুম্বইয়ের একটি ফেরিতে ওঠার সময় তাঁর পোশাক ও চলাফেরা দেখে অনুরাগীদের মনে সন্দেহ আরও পোক্ত হয়। অবশেষে বিয়ের তিন বছর পূর্ণ হতে না হতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেন অভিনেত্রী নিজেই।
সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন ক্যাটরিনা। সন্তানকে সময় দেওয়ার জন্য আপাতত ক্যামেরা থেকে দূরেই থাকতে চান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা দম্পতি। তারপর থেকেই ধীরে ধীরে আলোর ঝলকানি থেকে একটু দূরে সরে যান ক্যাটরিনা। এবার নতুন জীবনের অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।