দেশের ‘সেরা সাইবার কপ’ পুরস্কার জয় কলকাতা পুলিশের শুক্লা রায়ের

কলকাতা পুলিশের মুকুটে যুক্ত হল নয়া পালক।

December 23, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দেশের ‘সেরা সাইবার কপ’ পুরস্কার জয় কলকাতা পুলিশের শুক্লা রায়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিশের মুকুটে যুক্ত হল নয়া পালক। গোটা দেশের সাইবার গোয়েন্দাদের মধ্যে সেরা শিরোপা জিতে নিলেন কলকাতা পুলিশের এক আধিকারিক।

লালবাজারের সাইবার থানার ইন্সপেক্টর শুক্লা সিংহ রায় ‘সেরা সাইবার কপ’ পুরস্কার জিতেছেন। তেলেঙ্গানার এক অফিসারের সঙ্গে, যৌথভাবে পুরস্কার জিতেছেন শুক্লা। কলকাতা পুলিশের ফেসবুক পেজে পুরস্কার প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে।

ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিএসসিআই) এবং ন্যাসকম (এনএএসএসসিওএম) এই পুরস্কার প্রদান করেছে। দুই সংস্থার উদ্যোগে ফি বছর ১৯ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক সাইবার নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দুই সংস্থার তরফে একাধিক পুরস্কার পেয়েছে কলকাতা পুলিশ। ২০১৭ সালে কলকাতা পুলিশের সাইবার শাখা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিল।২০২০ সালে কলকাতা সাইবার পুলিশের একজন ইন্সপেক্টর ‘ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার’‌ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

সাইবার নিরাপত্তা সম্মেলনে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। উল্লেখ্য, কলকাতা পুলিশের সাইবার শাখা খুবই সক্রিয়। মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়ায় জোরকদমে বছরভর প্রচার চালানো হয়। পাশাপাশি পড়ুয়াদের মধ্যেও সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কলকাতা পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen