২০১৯ এর সেরা বিনোদন – চমকপ্রদ তালিকা হইচইয়ের

হইচই – গত কয়েক বছরে এই নামটি বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এসভিএফের এই ওয়েব প্ল্যাটফর্ম ইতিমধ্যেই খুব জনপ্রিয়

January 22, 2020 | 3 min read
Published by: Drishti Bhongi

হইচই – গত কয়েক বছরে এই নামটি বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এসভিএফের এই ওয়েব প্ল্যাটফর্ম ইতিমধ্যেই খুব জনপ্রিয়। নতুন, পুরনো বাংলা সিনেমা এবং নিত্যনতুন ওয়েব সিরিজের ঠিকানা হইচই। 

ওয়েব সিরিজ হোক বা স্বল্পদৈর্ঘ্যের ছবি, থ্রিলার হোক বা কমেডি, হইচইয়ের হাত ধরে উঠে আসছে একের পর এক নতুন প্রতিভা, সে অভিনেতাই হোক বা অন্যান্য কলাকুশলী। 

এবার এই ওয়েব প্ল্যাটফর্ম দর্শকদের পছন্দের ওপর ভিত্তি করে প্রকাশ করল ২০১৯ সালের সেরা বিনোদনের তালিকা, যা ভর্তি নানা চমকে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা: 


সর্বাধিক দেখা ওয়েবসিরিজ – চরিত্রহীন ২


সর্বাধিক দেখা ছবি – দুর্গেশগড়ের গুপ্তধন


সর্বাধিক দেখা মিনি সিরিজ – মিসম্যাচ ২


সর্বাধিক প্রিয় সিরিজ – হ্যালো ২, পাপ, তারানাথ তান্ত্রিক


সর্বাধিক প্রিয় ছবি – শাহজাহান রিজেন্সি, সোয়েটার, বিবাহ অভিযান


সবচেয়ে পছন্দের হইচই চরিত্র – অনির্বাণ ভট্টাচার্য (ব্যোমকেশ)


বছরের সেরা সিরিজ তারকা (মহিলা) – রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার (হ্যালো ২)


বছরের সেরা সিরিজ তারকা (পুরুষ) – সৌরভ দাস (চরিত্রহীন ২)


বছরের সেরা চিত্র তারকা (মহিলা) – স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি), ঈশা এম সাহা (দুর্গেশগড়ের গুপ্তধন, সোয়েটার)


বছরের সেরা চিত্র তারকা (পুরুষ) – আবীর চ্যাটার্জি (শাহজাহান রিজেন্সি, দুর্গেশগড়ের), যীশু ইউ সেনগুপ্ত (এক যে ছিল রাজা)


বছরের সেরা নবাগত/নবাগতা – পুজা ব্যানার্জি (পাপ), সৌরভ দাস (চরিত্রহীন ২), তানিম নুর, কৃষ্ণেন্দু চ্যাটার্জি (মানি হানি) (নির্দেশক)


সবচেয়ে আলোড়নসৃষ্টিকারী – ফ্লোরা সাইনি (দুপুর ঠাকুরপো ৩), সাহানা দত্ত (হেলো ২, দুপুর ঠাকুরপো ৩)


সর্বকালের সর্বাধিক দেখা ছবি – হামি

২০২০ সালে হইচইয়ে কি চমক থাকছে, দর্শকেরা এখন সেই অপেক্ষায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen