সর্বকালীন সেরা ভারতীয় সমপ্রেমী ছবি

শুভ মঙ্গল জাদা সাবধান ছবিটির হাত ধরে যেন সাবালক হল মূলধারার হিন্দি ছবি। একটি সমপ্রেমী গল্প এবং কিভাবে উত্তর প্রদেশের ছোট একটি শহরে বসবাসকারী মধ্যবিত্ত একটি পরিবার তাদের সন্তানের যৌন পরিচয়ের সাথে মানিয়ে নেবে সেটি নিয়েই মজার ছবি শুভ মঙ্গল।

March 3, 2020 | 3 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় সিনেমায় সমপ্রেম নিয়ে বহু কাজ হয়েছে। দায়রা, বমগে, ম্যাঙ্গো সাফেল, লাভ, গুলাবী আয়না, মাই ব্রাদার … নিখিল, আই অ্যাম, ইভেনিং স্যাডোজ, এক লড়কি কো দেখা তো আয়সা লাগা, কাপুর অ্যান্ড সন্স সেরকমই কিছু ছবি। 

টিম দৃষ্টিভঙ্গির মতে সর্বকালীন সেরা ভারতীয় সমপ্রেমী ছবির তালিকা:

সৌজন্যঃ ZeeBanglaCinema

চিত্রাঙ্গদা – রুদ্র এবং পার্থ একে অপরের প্রেমে আবদ্ধ এবং তারা একটি শিশুকে দত্তক নিতে চায়। কিন্তু, আইন সেই পথে বাধা। রুদ্র তাই সিদ্ধান্ত নেয় লিঙ্গ পরিবর্তন করার যাতে তারা দম্পতি হিসেবে শিশুটিকে দত্তক নিতে পারে। রুদ্রর এই সিদ্ধান্তে সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়, তা নিয়েই ছবি। 

সৌজন্যঃ Firstpost

নগরকীর্তন – পরিমল (পুঁটি) এক রূপান্তরকামী। সে হিজড়েদের দলে যোগ দেয় ও ট্রাফিক সিগনালে ভিক্ষা করে। সেখানে সে মধু বলে এক ডেলিভারি বয়ের প্রেমে পড়ে যায়। কি হবে তাদের প্রেমের পরিণতি, জানতে হলে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবি দেখতে হবে।

সৌজন্যঃ Moviekoop

আলীগড় – সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি এক অধ্যাপককে নিয়ে যিনি একটি স্টিং অপারেশনের শিকার হন এবং তাকে মূল্য চোকাতে হয় নিজের জীবন দিয়ে। প্রফেসর সিরাসের জীবনের ওপর নির্মিত এই মর্মস্পর্শী ছবি চোখে জল এনে দেবে।

সৌজন্যঃ OUTtvGo

ফায়ার – দুই মহিলা যারা স্বামীর কাছে উপেক্ষিত, একে অপরের প্রেমে আবদ্ধ হন। কিন্তু রক্ষণশীল সমাজ কি মেনে নেবে তাদের প্রেম? নন্দিতা দাস ও শাবানা আজমি অভিনীত এই ছবি সাড়া ফেলেছিল গোটা দেশে। বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়েছিল ভারত। 

সৌজন্যঃ Breaking Our Orbits

মার্গারিটা উইথ আ স্ট্র – এক সাহসী মেয়ে যার স্নায়বিক সমস্যা আছে, ভারত ছেড়ে সুদূর নিউ ইয়র্ক পারি দেয় পড়াশোনা করতে। ঘটনাচক্রে নিজেকে আবিষ্কার করার নেশায় আরেকটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে সে। 

সৌজন্যঃ YouTube

মেমোরিস ইন মার্চ – এক শোকাহত মা তাঁর সন্তানের শেষকৃত্য সম্পন্ন করতে কলকাতা এলে জানতে পারেন যে ওনার ছেলে সমকামী ছিল। কি করে মানিয়ে নেবেন তিনি এই ধ্রুব সত্যের সাথে? মেনে নিতে পারবেন ছেলের প্রেমিককে?

সৌজন্যঃ GarudaCreations

সঞ্চারম – এই মালায়ালি ছবিটির প্রেক্ষাপট একটি ছোট্ট গ্রাম। রক্ষণশীল এই গ্রামে শুধু ছেলে মেয়েতে বিয়ে হয়। তাও, পরিবারের সম্মতিতে। সেই গ্রামের মেয়ে কিরণ প্রেমে পড়ে যায় ডেলাইলার। সন্ত্রস্ত, ভীত কিরণ কি করে জয় করে নিজের ভয়কে? প্রেমের পরিণতিই বা কি হয় – তারই গল্প সঞ্চারম।

সৌজন্যঃ NowRunning

আরেকটি প্রেমের গল্প – অভিরুপ সেন, এক রূপান্তরকামী চিত্র পরিচালক কলকাতায় আসে তাঁর পার্টনারের সঙ্গে একটি তথ্যচিত্র বানাতে। কিন্তু, এখানে তাঁর যৌন পরিচয়ের জন্য মানসিকভাবে চরম হেনস্থা হতে হয় তাঁকে।

সৌজন্যঃ The Big Indian Picture


বম্বে টকিজ – বম্বে টকিজ ছবির চারটি গল্পের মধ্যে করণ জোহরের বানানো গল্পটা আমরা একটি সমপ্রেমের স্বাদ পাই। অবিনাশ তার বসের স্বামী দেভের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু পরিণতি কি হবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen