বিছানায় সুদক্ষ কোন রাশির পুরুষ? জেনে নিন প্রেম করবেন কার সঙ্গে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন ব্যক্তির রাশিচক্র থেকে সেই ব্যক্তি সম্পর্কে একটি পরিষ্কার ধারনা তৈরি করা যায়

May 4, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

জ্যোতিষ মানেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন ব্যক্তির রাশিচক্র থেকে সেই ব্যক্তি সম্পর্কে একটি পরিষ্কার ধারনা তৈরি করা যায়। সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিত্ব, মানসিকতা সম্পর্কে একটি ধারনা পাওয়া যায়। আজ মাত্র চারটি রাশির জাতকদের নিয়েই কথা হবে। বিশেষ করে মহিলা বা তরুণীদের বলছি- এই রাশির জাতকরা খুব ভালো স্বামী বা প্রেমিক হয়।

প্রত্যেক মেয়েই একজন ভালো স্বামী বা প্রেমিকা খোঁজে। মেয়েরা সচারচর এমন সঙ্গী চায় যে সবসময় তাদের পাশে থাকবে। সবসময় সমর্থন করবে। সবকাজে এগিয়ে দেবে সাহায্যের হাত। কঠিন পরিস্থিতিতেও তাদের হাতে ছেড়ে অন্যত্র চলে যাবে না। তাই বিয়ে করা বা প্রেমের পড়ার আগে অবশ্যই কৌশলে জেনে নিতে হবে সেই ব্যক্তির রাশিচক্র। তাহলে অনেকটাই সমস্যা সমাধান হতে পারে।

বৃষ রাশি – এই রাশির জাতকরা তার সঙ্গীদের প্রতি সম্পূর্ণ সৎ থাকে। তারা তাদের স্ত্রী বা প্রেমিকাকে খুব ভালোবাসে। ছোট ছোট বিষয়গুলি খতিয়ে দেখে, খেয়াল রাখে। স্ত্রীর মতামত না নিয়ে জীবনে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় না। সব মিলিয়ে এই রাশিয়ার জাতকরা খুব ভালো স্বামী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে।

মীন রাশি – এই রাশির জাতকরা ভালো স্বামী হওয়ার ক্ষেত্রে সর্বদা দ্বিতীয় স্থানে থাকে। এই রাশির জাতকরা খুবই রোমান্টিক প্রকৃতির হয়। এরা সারাক্ষণই সঙ্গীকে খুশি করতে চায়। বিশেষ কিছু উপহার দিতে চায়। স্ত্রী বা প্রেমিকাকে নিয়ে এরা খুবই খুশি থাকে। রোমান্টিক পরিবেশ এদের খুব পছন্দ।

কর্কট রাশি – এই রাশিয়ার ছেলেরা রোমান্টিক আর যত্নশীল হয়। এরা স্ত্রী বা প্রেমিকার ভালোর জন্য সবকিছু করতে পারে। এক স্ত্রীর সুখের জন্য তৎপর থাকে। এরা শুধু ভালো স্ত্রী বা প্রেমিক নয় ভালো বাবা হিসেবেও বিবেচিত হয়।

ধনু রাশি – এই রাশির ছেলেরা সঙ্গীকে বিশেষ মনে করার কোনও সুযোগ হাতছাড়া করে না। স্ত্রী বা প্রেমিকার মন জয় করার জন্য সরসময় চেষ্টা করে। সঙ্গীকে সারপ্রাইজ দিতে চায়। সর্বোত্তম স্বামী হওয়ার সব গুণ এদের মধ্যে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen