কীভাবে খুন হলেন ভবানীপুরের দম্পতি? চাঞ্চল্যকর দাবি ময়নাতদন্তে

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে

June 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভবানীপুরে দম্পতি খুনের ময়নাতদন্ত রিপোর্ট এল প্রকাশ্যে। আর তাতেই জানা গেল কীভাবে খুন করা হয়ছে তাদের। ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয়েছে। আর তাঁর স্ত্রীকে মাথার পিছন দিক থেকে গুলি করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। যদিও, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ীর শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। গলায় দেখা গেছে কাটা দাগ। যদিও, ধস্তাধ্বস্তির কোনও চিহ্ন মেলেনি। পাশাপাশি, তাঁর স্ত্রীকে মাথার পিছনে ডান দিকে গুলি করা হয়েছে। শোয়ার ঘর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ সূত্রে খবর, জোর করে বাড়িতে ঢোকার কোনও লক্ষণ পাওয়া যায়নি। একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত বলেই তাদের অনুমান। এঁরা সকলেই দম্পতির পরিচিত ছিলেন, মনে করছে পুলিশ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen