AIFF-এর সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া
সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলার এবং দেশের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া
August 20, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শীর্ষ আদালতের নির্দেশে AIFF-এর (অল ইন্ডিয়া ফুটবল ফেডারশন) নির্বাচন হতে চলেছে ২৮ আগস্ট। তার সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলার এবং দেশের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া।
জাতীয় দলের অধিনায়ক বাইচুং সিকিমের ছেলে হলেও এই কলকাতাতেই তাঁর ফুটবলের বার বাড়ন্ত। AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য FIFA ব্যান করেছে ভারতকে। এই জট কাটাতে কোর্ট দ্রুত নির্বাচন আয়োজন করিয়ে কমিটির হাতে দায়িত্ব তুলে দিতে চায় ।
শুক্রবার সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাইচুং ছাড়াও আরও ৬ জন। এঁদের মধ্যে আছে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, মানভিন্দর সিং, শাজি প্রভাকরণ, এন এ হ্যারিস, ইউজেনেশন লিঙ্গদোহ এবং ভালাঙ্কা আলেমাও।