দেশজুড়ে আজ পালিত হচ্ছে বনধ, কৃষি বিলের বিরুদ্ধে একজোট বিরোধী দলগুলি

অন্তত ১৫টি রাজনৈতিক দল এক সুরে কৃষকদের ডাকা এই বন্‌ধকে সমর্থন করেছে।

December 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষক ইউনিয়নগুলির ডাকে আজ দেশজুড়ে চলছে ভারত বনধ (Bharat Bandh)। পাশাপাশি, অন্তত ১৫টি রাজনৈতিক দল এক সুরে কৃষকদের ডাকা এই বন্‌ধকে সমর্থন করেছে। 

সব মিলিয়ে কার্যত একঘরে বিজেপি (BJP)। যে ভাবে প্রায় সব বিরোধী দল এক সুরে সরব হয়েছে, তাতে রীতিমতো ব্যাকফুটে নরেন্দ্র মোদী সরকার। কৃষকদের পক্ষ জানানো হয়েছে, তাঁদের আন্দোলনে সব রাজনৈতিক দলই স্বাগত। কিন্তু সেই সব দলের নেতাদের নিজেদের দলের পতাকা ফেলে কৃষকদের পতাকার তলায় দাঁড়িয়ে আন্দোলনে শামিল হতে হবে।

কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কোনও ফল না-হওয়ায় ভারত বন্‌ধের ডাক দিয়েছেন কৃষকেরা। প্রায় সব দলই একযোগে কৃষকদের সমর্থন করায় কার্যত ওই বন্‌ধের প্রভাব পড়েছে গোটা দেশেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen