ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গোটা ঘটনায় গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল।

May 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টুকটাক ঝামেলা-অশান্তি ছিলই। রক্তপাতও যে হয়নি, তা নয়। তবে সবমিলিয়ে ভোটের দিনটা মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে বলে জানিয়েছিল এলাকার পুলিশ বাহিনী। ভাটপাড়ার (Bhatpara) মতো প্রবল উত্তেজনাপূর্ণ এলাকায় আপাত শান্তিপূর্ণ ভোট করিয়ে বেশ বাহবাও কুড়িয়েছিল নির্বাচন কমিশন (ECI)। কিন্তু ভোট মিটতেই ফের বোঝা গেল ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। শুক্রবার রাতের দিকে ওই এলাকায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অদূরে। বিজেপির (BJP) দিকেই উঠছে অভিযোগের আঙুল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গতকাল সন্ধ্যা থেকে থানার কাছেই একটি দলীয় কার্যালয়ে বসেছিলেন নূর জামাল। সেই সময়েই বাইকে করে ঘটনাস্থলে আসে দুই ব্যক্তি। গাড়িতে বসা অবস্থাতেই নূরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপরেই তড়িঘড়ি এলাকা থেকে চম্পট দেয় ওই দুই আগন্তুক। অন্যদিকে, গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন নূর জামাল। তাঁকে জগদ্দল ষ্টেশনের কাছে অবস্থিত গোলঘরের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুলেছে শাসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen