আনিস খানের মৃত্য: হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে তলব ভবানী ভবনে

এদিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে।

February 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছাত্রনেতা আনিস খানের মৃত্যর ঘটনায় এবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে তলব করা হল ভবানী ভবনে। জেলা পুলিশের কাছে সিআইডি ঘটনার রিপোর্ট চেয়েছে বলেই খবর। এদিকে হাতে এসেছে আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট। যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া আনিস খানের মৃত্যুকে (Anis Khan Death) কেন্দ্র করে উত্তপ্ত বাংলা। রবিবার সকালে পুলিশ আনিসের বাড়ির কাছে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে। জেলা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন স্থানীয়রা। ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ প্রভাবিত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশও করেছিলেন মৃতের পরিবারের সদস্যরা। এসবের মাঝেই রবিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানী ভবনে (Bhawani BHawan) তলব করা হল।

জানা গিয়েছে, আনিস মৃত্যুকাণ্ডে যে প্রশ্ন গুলি তুলছে আমজনতা, সে বিষয়েই কথা বলা হতে পারে পুলিশ সুপারের সঙ্গে। পুলিশকে আনিসের মৃত্যুর বিষয়টি জানানো হলেও তাঁরা সেদিন কেন ঘটনাস্থলে যায়নি? দেহ ময়নাতদন্তে পাঠানোর পর একদিন কেন ঘটনাস্থলে যায়নি পুলিশ? এরকম একটা স্পর্শকাতর ঘটনার পর দেড়দিন পেরিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কেন নমুনা সংগ্রহ করা হয়নি? এহেন একাধিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন পুলিশ সুপার। শোনা যাচ্ছে, আনিস মৃত্যুর তদন্তভার হাতে নিতে পারে সিআইডি।

এদিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। তাতে আনিসের মাথায় চোট ছিল বলে জানানো হয়েছে। পাশাপাশি, পেটে অ্যালকোহলের গন্ধ পাওয়া গিয়েছে বলেও খবর। পেটে অ্যালকোহল ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। নমুনা ভিসেরা টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে খবর। তবে পরিবারের দাবি, এই ময়নাতদন্তের রিপোর্ট ভুয়ো। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব পরিবারের সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen