বাংলার স্টেশনে স্টেশনে তারস্বরে বাজছে ছট পুজোর ভোজপুরী গান, ট্রেনের ঘোষণা শুনতে না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: মহালয়ায় স্টেশনে স্টেশনে মহিষাসুরমর্দিনী শুনেছেন? কালীপুজোয় রেলস্টেশনে কি শ্যামাসঙ্গীত বাজত? দুটো উত্তরই না। কিন্তু বাংলায় রেল স্টেশনে স্টেশনে বাজছে ছটের ভোজপুরি গান। হাওড়া থেকে রিষড়া, উত্তরপাড়া থেকে আসানসোল সর্বত্র একই ছবি! স্টেশনগুলিতে লাগানো টিভিতে ভোজপুরী নাচ-গান দেখানো হচ্ছে। যাত্রীদের অভিযোগ, গানের জোরে রেলের ঘোষণাও শুনতে পাওয়া যাচ্ছে না। ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। যাত্রীদের প্রশ্ন, এর আগে কোনওদিন স্টেশনের মধ্যে মাইকে ভোজপুরি গান বাজাতে শোনা যায়নি তো?

অভিযোগ উঠছে, বাংলার সংস্কৃতি তুলে দিয়ে বিহারের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছে রেল। ছট আসতেই ভোজপুরি ভাষার গান বাজানো শুরু হল কেন? সে প্রশ্নও তুলছে আম জনতা। রেলে বাঙালি অফিসার দিন দিন কমছে। অবাঙালিদের দাপট বাড়ছে। সেই অবাঙালি সংস্কৃতির প্রতিফলন ঘটছে রেলের মাধ্যমে। যা নিয়ে বাঙালি জাতীয়তাবাদী সংগঠনগুলি ক্ষুব্ধ।

প্রতিবাদের ঝড় উঠতেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘‘ট্রেন ধরার জন‌্য স্টেশনচত্বরে সারারাত প্রচুর মানুষ এই সময় থাকেন। ক্লান্তি তাঁদের গ্রাস করে। তা কাটাতেই গান বাজিয়ে কিছুটা উদ্বুদ্ধ করার চেষ্টা তাঁদের। উৎসবের মরশুমে এগুলো রেল করেই থাকে।’’ কেবল স্টেশনে গান বাজানো নয়। পাশাপাশি পূর্ব, দক্ষিণ-পূর্ব রেল-সহ সমস্ত ডিভিশনের সামাজিক মাধ‌্যমের পেজেও গান বাজানোর ভিডিও আপলোড হচ্ছে। নেটিজেনরা ক্ষুব্ধ হচ্ছেন। আম বাঙালির অভিযোগ, বাংলার সংস্কৃতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen