ভবানীপুরের অলিতেগলিতে শুরু হয়ে গেল থিমের টক্কর

৭৭ তম বর্ষে চক্রবেড়িয়ার পুজো মণ্ডপ প্রযুক্তি ও পরিবেশের সমন্বয়ের বার্তা দিচ্ছে। তাদের থিম বোধোদয়। মণ্ডপ ও দুর্গাপ্রতিমা পাট ও হস্তশিল্পের কাজে গড়ে উঠছে। সুবর্ণজয়ন্তী বছরে দক্ষিণ কলকাতা যুবক সঙ্ঘের পরিচালনায় গাজা পার্কে রাজবাড়ির আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়েছে।

September 26, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
পুজোয় ভবানীপুরে থিম, Image Courtesy- millenniumpost

এবার পুজোয় ভবানীপুরে থিমের টক্কর। ভবানীপুরে থানার উল্টোদিকের রাস্তা বরাবর খানিকটা এগলেই বকুলবাগান। ভিনসেন্ট ভ্যান গঘের বিশ্বখ্যাত সৃষ্টি স্টারি নাইটস নিয়ে সেজে উঠেছে বকুলবাগান। পুজো (Durga Puja Theme 2022) উপলক্ষ্যে বকুলবাগান সেজে উঠেছে এক অন্য পৃথিবী রূপে। বকুলবাগানকে সাজিয়েছেন সনাতন দিন্দা। মণ্ডপের কাজ প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপের ভিতরে ফুটেছে সূর্যমুখী ফুল, সেখানেই আবির্ভূতা দেবী দুর্গা। বকুলবাগান সবর্জনীনের দুর্গাপুজো এবার ৯৫তম বর্ষে পা দিল। আলোকসজ্জার কাজ করছেন দীনেশ পোদ্দার ও আবহ সঙ্গীতের দায়িত্বে কল্যাণ সেন বরাট।

থিমের ড্যুয়েলে পিছিয়ে নেই অবসর, এবার তাদের থিম ‘অবসর এবার পুরোটাই গল্প’। প্রিয়াঙ্কা জানা, পূজা মাইতি ও দ্বৈপায়ন দাস সাজিয়ে তুলছেন মণ্ডপ, তাদের থিম শিশুকেন্দ্রিক। একদা গল্পের বই পড়েই শিশুদের সময় কাটত। তা আজ অতীত। সেই বই পড়ার সঙ্গেই শিশুদের কল্পনাশক্তিও হারিয়ে যাচ্ছে। মণ্ডপে রূপকথার গল্পের চরিত্রগুলি মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে প্রতিমা। মণ্ডপে দেখা যাবে, মা দুর্গা তাঁর ছেলেমেয়েদের গল্পের বই পড়ে শোনাচ্ছেন।

ভবানীপুর (Bhowanipore) ৭৫ পল্লিতে উঠে এসেছে পটশিল্পীদের এক টুকরো গ্রাম। তাদের থিম ‘ঐতিহ্যে বেঁচে থাকুক’। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী সুশান্ত পাল। ভবানীপুর ৭৫ পল্লিতে মেদিনীপুর জেলার পিংলা ও নয়াগ্রামের পটশিল্পীরা মণ্ডপের পাশে স্টল বানিয়ে তাঁদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করবেন।

অন্যদিকে, ৭৭ তম বর্ষে চক্রবেড়িয়ার পুজো মণ্ডপ প্রযুক্তি ও পরিবেশের সমন্বয়ের বার্তা দিচ্ছে। তাদের থিম বোধোদয়। মণ্ডপ ও দুর্গাপ্রতিমা পাট ও হস্তশিল্পের কাজে গড়ে উঠছে। সুবর্ণজয়ন্তী বছরে দক্ষিণ কলকাতা যুবক সঙ্ঘের পরিচালনায় গাজা পার্কে রাজবাড়ির আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হয়েছে। তাদের থিম সাবেকিয়ানায় মিলে যাক প্রাচ্য-পাশ্চাত্য। হরিশ মুখার্জি স্ট্রিটে রয়েছে ২৩ পল্লির দুর্গামন্দির। অষ্টধাতুর দুর্গামূর্তিও একবার দেখে নিতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen